ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কপিল দেবের সঙ্গে তুলনা মানায় না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২০ আগস্ট ২০১৮

কপিল দেব খেলেছেন ১৩১ টেস্ট ম্যাচ। উইকেট নিয়েছেন ৪৩৪টি। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। ৩১ গড়ে করেছেন ৫ হাজার ২৮৪ রান। ঝুলিতে রয়েছে ৮টি সেঞ্চুরি আর ২৭টি হাফ সেঞ্চুরি। পারফেক্ট অল-রাউন্ডার বলতে যা বুঝায়, কপিল ছিল তাদেরেই একজন।

আর তাই কপিল দেবের মতো কিংবদন্তির সঙ্গে নিজেকে তুলনা করতে চান না ভারতীয় ক্রিকেটের আকর্ষণীয় বয় হার্দিক পান্ডে। ইংল্যান্ডকে মাত্র ১৬১ রানের মধ্যে আটকে ফেলার কাজটা তো একাই করেছেন পান্ডে। ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটিং লাইন আপ।

এরপরই পান্ডেকে নিয়ে ভারতীয় গণমাধ্যম শোরগোল শুরু করে। এর জেরে পাণ্ডে জানান, আমি ১০টি টেস্ট খেলেছি। একজন পাণ্ডে হয়েই খেলেছি। কপিল দেব আমাদের কিংবদন্তি। তারসঙ্গে কারও তুলনা মানায় না। আর বিষয়টি ভাবতে আমার খুব অস্বস্তি লাগবে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি