ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কপিল দেবের স্ত্রী ক্যাটরিনা কাইফ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

শচীন, ধোনির পর এবার কপিল দেবের বায়োপিক দেখবে দর্শক। সেই সঙ্গে বলিউডে নতুন গুঞ্জন- কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। অপরদিকে ৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। আর এই জল্পনা যদি সত্যি হয় তবে, প্রথম বার রণবীর সিং এবং ক্যাটরিনাকে এক সঙ্গে ছবিতে অভিনয় করতে দেখতে পাবেন ভক্তরা।

ছবির পরিচালক কবীর খান। ‘নিউ ইয়ার্ক’, ‘এক থা টাইগার’ থেকে ‘ফ্যান্টম’— সব ছবিতেই কবীরের প্রথম পছন্দ ছিলেন ক্যাট।  তাই ইন্ডাস্ট্রিতে জল্পনা, কবীরের পছন্দের অভিনেত্রী ক্যাটরিনাকেই কপিলের স্ত্রীয়ের ভূমিকায় কাস্ট করবেন তিনি। যদিও সরাসরি ছবির অভিনেত্রী কে হবেন তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ৮৩-র টিম।

যদিও ডিএনএ-এর খবর অনুযায়ী, এই ছবিতে এক জন নতুন অভিনেত্রীকেও কাস্ট করা হতে পারে। এমনকী দীপিকা পাড়ুকোনের নামও রয়েছে পাইপলাইনে!

সম্প্রতি ছবির লঞ্চ পর্ব হয়ে গেছে। ১৯৮৩ সালের ক্রিকেট টিমের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের সেলিব্রিটিরা। কপিল দেবের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে রণবীরকে।

 

সূত্র : ডিএনএ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি