ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবি আখতার হুসেনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ১৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলা কবি ও ছড়াকার আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আখতার হুসেনের হাতে অনুদানের চেক তুলে দেন শেখ হাসিনা।

আখতার হুসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে ভুগছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, চেক গ্রহণ করে আখতার হুসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তাকে আপ্লুত হয়ে কেঁদে ফেলতে দেখা যায়।

এর আগেও প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান দিয়েছিলেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

৫৫ জন লেখকের গল্প নিয়ে প্রকাশিত গল্প সংকলন ‘জনকের মুখ’ সম্পাদনা করেছেন আখতার হুসেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি