ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কবি মহাদেব সাহার ৭৫তম জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আজ ৫ আগস্ট কবি মহাদেব সাহার ৭৫তম জন্মদিন। তিনি ১৯৪৪ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানঘড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের জনপ্রিয় কবি মহাদেব সাহা ১৯৭২ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’ মাধ্যমে যাত্রা শুরু করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

বাংলা কবিতায় অবদান স্বরূপ একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানান পুরস্কারে সন্মানিত হয়েছেন তিনি। বর্তমানে তিনি কানাডার আলবাট্রায় স্ত্রী নীলা সাহাসহ বড়ছেলে তীর্থের সঙ্গে প্রবাস জীবন কাটাচ্ছেন এবং এ মাসেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
মহাদেব সাহা জানান, তার জন্মদিন উপলক্ষে ক্যালগেরির ‘কবিতালোক’ স্থানীয় বাংলাদেশ সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। এছাড়াও কবির গ্রামের বাড়ি ধানঘড়ায় গতবারের মতো দু’দিনব্যাপী অনুষ্ঠান উদযাপন করবে।

উল্লেখ্য, মহাদেব সাহার দৈনিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এবং সর্বশেষ দৈনিক ইত্তেফাক থেকে অবসর গ্রহণ করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি