ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কবিতা আর কথায় চিরঞ্জীব বঙ্গবন্ধু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:০৬, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ক্ষণে-প্রতিক্ষণে বাঙালির জীবনকাব্যের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্বাশত এই সত্ত্বাকে ঘিরে রচিত হয়েছে বহু কবির অনুধ্যান। কবি নির্মলেন্দু গুণ তাঁদের অন্যতম। যাঁর কলমে বাঙালির মহান নেতা শেখ মুজিব হয়ে উঠেছেন আরও প্রোজ্জ্বল, চিরঞ্জীব-চিরমহান। 
আগস্ট এলেই কষ্টে বিভোর হয়ে পড়েন কবি নির্মলেন্দু গুণ। কারণ এ মাসেই নিভে গিয়েছিল বাঙালির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের জীবনপ্রদীপ। প্রতিটি মানুষের হৃদয় ভেদ করে যাঁর রক্ত মিশেছিল সুদূর বঙ্গোপসাগরে।
যাঁর কথা মনে হলে থেমে যায় কথা ও কাব্য। অন্তর্নিহিত কলমও থমকে যায়। এমন বেদনায় কবির  আর্তি তাই পরতে-পরতে।
বহু ঘটনার ঘনঘটায় নির্মলেন্দু গুণের কাছে জনকের প্রতিচ্ছবি দোলা দেয় অনন্য অসাধারণ হয়ে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি