ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কম দামে মাংস বিক্রির খলিলকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ২৮ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:৩৬, ২৮ জানুয়ারি ২০২৪

কম দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ী খলিল ও তার ছেলেকে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার আশুলিয়া থেকে নুরুল হক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, প্রতিদ্বন্দ্বিকে ফাঁসাতে গিয়ে আলোচিত মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি দেয় নুরুল। 

মাংস ব্যবসায়ীদের মধ্যে বহুল আলোচিত নাম খলিল। ৫৯৫ ঢাকায় গরুর মাংস বিক্রি করে দেশব্যাপী আলোচনায় আসেন তিনি। তার হাত ধরেই ভোক্তা অধিকার সংরক্ষণ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরুর মাংস সাড়ে ৬শ’ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে কম দামে গরুর মাংস বিক্রি বন্ধ ও ফোনে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিভিন্ন ছবি পাঠিয়ে দেখানো হয় ভয়-ভীতিও।

আলোচিত বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে র‌্যাব। খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতা নুরুল হক ও সহযোগি ইমনকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। 

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, নুরুল হক স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী। প্রতিপক্ষকে ফাঁসাতে ও অন্যান্য মাংস ব্যবসায়ীদের ইন্ধনে এ কাজ করেছেন তিনি।

মাংস ব্যবসায়ী আর কাউকে হুমকি দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী দিয়েছে র‌্যাব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি