কমছে সব নদ-নদীর পানি, চোখ রাঙাচ্ছে ভাঙন
প্রকাশিত : ০৮:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২৩
পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রসহ কমছে সব নদ-নদীর পানি। বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে গাইবান্ধা ও সিরাজগঞ্জে। তবে এখনও পানি না নামায় বিপাকে নিম্নাঞ্চলের মানুষ। যমুনার ভাঙনে দিশেহারা টাঙ্গাইলের তিন উপজেলাবাসীও।
ভারি বৃষ্টি আর উজানের ঢল কমায় কমছে নদ-নদীর পানি। দুশ্চিন্তা কমেছে নদীপাড়ের বাসিন্দাদেরও।
গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রে পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নিম্নাঞ্চল এখনও জলমগ্ন থাকায় দুর্ভোগে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটাসহ চার উপজেলার বাসিন্দাদের।
পানি কমে সিরাজগঞ্জেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। দ্রুত পানি নামছে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরের নিম্নাঞ্চল থেকে। ফিরেছে স্বস্তি।
তবে যমুনার ভাঙন চোখ রাঙাচ্ছে টাঙ্গাইলে। সদর, নাগরপুর, ভুঞাপুর উপজেলায় বিলীন হচ্ছে বসতঘরসহ ফসলি জমি। জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড।
তবে ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষের।
এএইচ
আরও পড়ুন