কমছে সোনার দাম
প্রকাশিত : ১০:০০, ৩০ মে ২০১৬ | আপডেট: ১০:০০, ৩০ মে ২০১৬
টানা ৫ দফা দাম বাড়ার পর কমছে সোনার দাম। এ দফায় দাম কমছে ভরিতে এক হাজার ৫১৬ টাকা।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ তথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর হবে কাল। বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান। এর আগে ৫ দফার প্রতিবারেই ভরিতে এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিলো। সবশেষ ৬মে সোনার দাম বাড়ানো হয়। কাল থেকে প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার আট শ ৯৮ টাকা। আজ পর্যন্ত তা পাওয়া যাবে ৪৭ হাজার ৪১৫ টাকা। এদিকে, একইসাথে কমছে রূপার দর। ভরিতে ৫৮ টাকা কমে কাল থেকে এক হাজার একশ আট টাকায় রূপা বিক্রি হবে।
আরও পড়ুন