কমরেড জসিম মণ্ডলের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৪০, ২ অক্টোবর ২০২০
উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, বাম রাজনীতিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য জসিম উদ্দিন মণ্ডলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
নাগরিক কমিটি এবং পরিবারের উদ্যোগে আজ সকাল ১০টায় পাবনার ঈশ্বরদীর কেন্দ্রীয় গোরস্তানে জসিম মণ্ডলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সর্বস্তরের মানুষকে এ সময় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন ঈশ্বরদী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফান্টু ও সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ।
এ ছাড়া পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জসিম মণ্ডলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরের সদরপুরে উপজেলা সিপিবির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জসিম ম?লের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল করিম মণ্ডল।
২০১৭ সালের ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম মণ্ডল।
এসএ/