ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কমরেড ফরহাদের ৩৪তম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ০৯:৫০, ৯ অক্টোবর ২০২১

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৪তম মৃত্যুবার্ষিকী ৯ অক্টোবর, শনিবার।

১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনকারী কমরেড ফরহাদ ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে প্রথম সারির নেতৃত্বের ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি। 

মাত্র সতেরো বছর বয়সে ১৯৫৫ সালে ফরহাদ কমিউনিষ্ট পার্টির সদস্যপদ পান। পরের বছর ১৯৫৬ সালে তিনি দিনাজপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর ১৯৫৮ সালে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। কমরেড ফরহাদের নেতৃত্বে ১৯৬২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকায় আইয়ুববিরোধী মিছিল বের করা হয়। ১৯৬২ সালে তিনি দৈনিক সংবাদ এর সহকারি সম্পাদক হিসেবে কাজ করেন। এই পত্রিকাটি বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং প্রগতিশীল ধারার। ১৯৬২ সাল থেকে ফরহাদ হুলিয়া মাথায় নিয়ে শ্রমিক শ্রেণীর পার্টির বিকাশ এবং ছাত্র গণআন্দোলন সংগঠনে অসামান্য ভূমিকা রাখেন। এরই মধ‍্যে দেশে মুক্ত সংগ্রাম শুরু হয়। ১৯৭১ সালে ছাত্র ইউনিয়ন, ন্যাপ ও কমিউনিষ্ট পার্টির সমন্বয়ে গঠিত যৌথ গেরিলা বাহিনী গঠনের অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন মোহাম্মদ ফরহাদই।

দেশ স্বাধীনতা ও বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর জেনারেল জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন। জিয়ার শাসনামলে ১৯৭৭ সালে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং কমরেড ফরহাদকে কারাবন্দি করে জিয়া সরকার। তবে ১৯৭৮ সালে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তিলাভ করেন। জিয়ার আমলেই ১৯৮০ সালে পুনরায় ফরহাদকে গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহের তথাকথিত অভিযোগে। ১৯৮১ সালে তিনি মুক্তি পান। জিয়া সামরিক অভ্যুত্থানে নিহত হন। এরপর ক্ষমতা নেয় আরেক জেনারেল এরশাদ। ১৯৮২ সালে ফরহাদ অগ্রণী ভূমিকা পালন করেন ১৫ দল গঠনে। এরশাদ আমলে ১৯৮৩ সালে ফরহাদকে ফের গ্রেফতার করা হয়। কমরেড ফরহাদ তিন তিনবার সিপিবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৫ দলের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৮৬ সালে তিনি পঞ্চগড়-২ আসন তথা বোদা-দেবীগঞ্জ নির্বাচনি এলাকা থেকে নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্য।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে কমরেড ফরহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

দিনটি উপলক্ষে কমরেড ফরহাদের পরিবার ও বিভিন্ন দল এবং সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠন শনিবার সকাল ৮টায় বনানী কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয় এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বর ওয়াইএমসি স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি