ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

কমলা আমার একমাত্র রঙ: সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩৭, ১৫ এপ্রিল ২০১৮

সাকিব আলা হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। কিন্তু এবারের এগারতম আসরে সাকিব খেলছেন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে।

আজ হায়দারাবাদের হয়ে তার আগের দল কলকাতার বিপক্ষে মাঠে নেমেছেন সাকিব। কলকতার বিপক্ষে কোনো প্রকার আবেগ তাকে স্পর্শ করেনি। এক সাক্ষাৎকারে তিনি তা স্পষ্ট করেছেন।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কলকাতার হয়ে দুবার শিরোপা জিতেছি। কলকাতার হয়ে আমাদের দারুণ স্মৃতিও রয়েছে। কিন্তু এখন কমলা আমার একমাত্র রঙ।

হায়দারাবাদের হয়ে ভালো কিছু মোমেন্টাম অর্জন করতে পারব আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, আইপিএলে আপনি কোনো দলে খেলবেন তা আপনার ওপর নির্ভর করে না। কোন খেলোয়াড়কে দলে নেবে সে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির। আশা করছি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কিছু মোমেন্টাম অর্জন করতে পারব।

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি