ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৭ আগস্ট ২০১৮

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ, সঙ্গে স্ত্রী ও সন্তান নিয়ে নাড়ীর টানে ছুটছেন সবাই স্টেশনের দিকে। উদ্দেশ্য একটাই নির্দিষ্ট সময়ে ট্রেন ধরতে হবে। কারণ ভালোভাবে ট্রেনে উঠতে পারলেই মিলছে বাড়ি ফেরার নিশ্চয়তা।

শুক্রবার ভোর ৫টা থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে অগ্রিম টিকিটের সিডিউল অনুয়ায়ী আজ থেকে ঘরে ফেরা শুরু হল।

কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর ভিড় বেড়েছে কয়েকগুণ। পুরো স্টেশন জুড়েই ঘরে ফেরা মানুষের ভিড়। কেউ ব্যাগ হাতে, কেউবা পরিজনের হাত ধরে ছুটছেন কাঙ্ক্ষিত ট্রেনের দিকে। ইট-পাথরের শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন তারা।

যাত্রীরা সবাই লোকাল ও মেইল ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন। কাউন্টারে জায়গা স্বল্পতার কারণে টিকিটপ্রত্যাশীদের লাইন একপর্যায়ে স্টেশনের বাইরে চলে যায়। সুশৃংখলভাবে সবাইকে লাইনে দাঁড়াতে সহযোগিতা করছেন আনসার সদস্যরা।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যাবে। এরমধ্যে ৩১টি আন্তঃনগর আট বাকি ৩৫টি ট্রেন লোকাল ও মেইল সার্ভিস।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যাবে। ইতোমধ্যে ছয়টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে যথা সময়ে। বাকি ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাবে।

এদিকে নির্ধারিত নিয়মিত ট্রেন ছাড়াও আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন। এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি