ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কমেছে স্মার্টফোনের বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১০ মে ২০১৮

টেলিযোগাযোগ সেবাকে সম্প্রসারিত করতে দেশে থ্রিজির পর চালু হয়েছে ফোরজি প্রযুক্তির সিম। নতুন এ প্রযুক্তি ব্যবহারের অনুষঙ্গ স্মার্টফোন। তবে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফোরজিসহায়ক কিনা, সে দোদুল্যমানতায় কমেছে স্মার্টফোনের বিক্রি।

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে  থ্রিজি-ফোরজিতে ব্যবহারযোগ্য এ স্মার্টফোনের বাজার বাংলাদেশে ১৮ শতাংশ পড়ে গেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ হংকংভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান। বাজার পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের বাজার নিয়ে প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশ করেছে কাউন্টারপয়েন্ট রিসার্চ।

বাংলাদেশে স্মার্টফোনের বাজার পড়ে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ফোরজি প্রযুক্তির নেটওয়ার্ক সেবা শুরু করেছে সেলফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংক। স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফোরজিসহায়ক কিনা, সেটি বিবেচনায় রাখছেন ক্রেতারা। এ দোদুল্যমানতা স্মার্টফোন বিক্রিতে প্রভাব ফেলছে। তবে বছরের শেষদিকে তা কেটে যাবে এবং বছর শেষে বাংলাদেশে স্মার্টফোনের বাজার ১৬ শতাংশ প্রবৃদ্ধি হবে।

প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোন বাজারে চীনা ব্র্যান্ডগুলোর দখল এক বছর আগের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ বেড়েছে। ফলে বাজারটিতে চীনা ব্র্যান্ডগুলোর দখল ৩৮ শতাংশে পৌঁছেছে। এর বিপরীতে কমেছে সিম্ফনি, স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের বাজার দখল।

তার পরও জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে দেশের স্মার্টফোন বাজারে সিম্ফনির দখল দাঁড়িয়েছে ২১ শতাংশ, যা গত বছর প্রথম প্রান্তিকে ছিল ৩৩ শতাংশ। বাজার দখল কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে ব্র্যান্ডটি।

বাজারের ১৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আরেক দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। গত বছর প্রথম প্রান্তিকে ওয়ালটনের দখলে ছিল দেশের স্মার্টফোন বাজারের ৭ শতাংশ। এক বছরের ব্যবধানে তা ৮ শতাংশীয় পয়েন্ট বেড়ে হয়েছে ১৫ শতাংশ।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাংয়ের বাজার দখল উল্লেখযোগ্য কমেছে। ১৫ শতাংশ থেকে কমে গত প্রান্তিকে দেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল দাঁড়িয়েছে ১০ শতাংশে। চীনা ব্র্যান্ড আইটেলও এ বাজারের ১০ শতাংশ দখলে রেখেছে। যদিও গত বছরের প্রথম প্রান্তিকে এ বাজারের মাত্র ১ শতাংশ দখলে ছিল আইটেলের।

স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখল জানুয়ারি-মার্চ প্রান্তিকে কমেছে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকে ১২ শতাংশ থেকে কমে গত প্রান্তিকে হুয়াওয়ের দখল দাঁড়িয়েছে ৮ শতাংশ। এ বাজারের বাকি ৩৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে অন্যান্য ব্র্যান্ড।

আরকে//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি