ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কমেনি শীতের তীব্রতা, বাড়ছে রোগবালাই

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৮:৫৯, ২০ জানুয়ারি ২০২৪

কোন জেলায় সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধরা। অন্যদিকে কাজের অভাবে দুর্ভোগ আরও বেড়েছে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের। 

কোন কোন জেলায় সূর্যের দেখা মিললেও নিস্তেজ উত্তাপে কমছে না শীতের তীব্রতা।

ঠাকুরগাঁওয়ে ১১দিন পর কিছু সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সেইসাথে কনকনে ঠান্ডা বাতাসে শীতের প্রকোপ আরো বেড়েছে। কষ্টে আছে ছিন্নমূল মানুষ। 

এদিকে হাসপাতালগুলোয় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

পঞ্চগড় জেলায় সকাল ৬টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে হিমেল হাওয়ায় বাড়ছে দুর্ভোগ। সকালে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকছে। 

টাঙ্গাইলে ঝরছে ঘন কুয়াশা। দিনেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে করছে। 

শীতে জুবুথুবু মেহেরপুরের জনজীবন। কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। 

এদিকে, ২২ জানুয়ারি থেকে আরও একটি শৈত্য প্রবাহ শুরু হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি