ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কম্বাইন্ড হারভেস্টারে কৃষকের লোকসান কমলো(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৩ ডিসেম্বর ২০১৮

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের কারণে, মৌলভীবাজারে শ্রমিক সংকট কেটেছে। তাই এবার সহজে আমন ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। সরকারি এই যন্ত্র ব্যবহারে খরচও কমেছে অনেক।

বিভিন্ন মৌসুমে মৌলভীবাজারে শ্রমিক সংকট দেখা দেয়। অতিরিক্ত সময় ফসল মাঠে পড়ে থাকার কারণে, ৩০ ভাগ ধান জমিতেই নষ্ট হয়। ফলে প্রায়ই লোকসানের মুখে পড়েন চাষিরা।

এই পরিস্থিতি সামাল দিতে সরকার কৃষকদের জন্য চীন থেকে নিয়ে আসলো অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন।

এটি এক একর জমির ধান কেটে, মাড়াই ও ঝাড়াই করতে পারে এক ঘণ্টায়। এতে খরচ হয় মাত্র ৫ শ টাকা। আগে এই কাজ করতো ১৫ জন শ্রমিক। তাদের পরিশোধ করতে হতো ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা।

সরকারের কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে এই মেশিন সরবরাহ করা হয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর।

মৌলভীবাজারে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি