ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

কর কমানোর দাবিতে সুলতানস ডাইনের মালিক-শ্রমিকদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ১৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৩৭, ১৬ জানুয়ারি ২০২৫

হোটেল রেস্টুরেন্ট কর কমানোর দাবিতে সারাদেশ মানববন্ধন ও অবস্থান কমসূচী পালন করেছে সুলতানস ডাইনের মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে একসঙ্গে সারাদেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন ও অবস্থান কমসূচী পালন করা হয়। 

তাদের দাবি, সরকার কোন ধরনের ঘোষণা ছাড়াই খাবারের উপর ১৫ শতাংশ কর সংযোগ করে হোটেল রেস্টুরেন্টের ব্যবসার ক্ষতি করেছে। অতিরিক্ত এই কর সংযোজনের পর থেকে তাদের ক্রেতা কমে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে শ্রমিক ছাঁটাইসহ প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া কোন উপায় থাকবেনা বলেও জানান প্রতিষ্ঠানটির মালিকরা।

খাবারের উপর থেকে ১৫ শতাংশ কর কমিয়ে আগের মত ৫ শতাংশ করার দাবি জানান তারা। দাবি না মানলে সুলতান ডাইনের সকল রেঁস্তোরা অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হবেও হুঁশিয়ারি দেন তারা। 

এদিকে জানা গেছে, ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদের মুখে রেস্তোরাঁর ওপর বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

জানা গেছে, এরমধ্যেই জাতীয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের বিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদেশ জারি করবে এনবিআর।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়। এর মধ্যে রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি