করপোরেট কর থাকছে আগের মতই
প্রকাশিত : ২০:৪০, ১ জুন ২০২৩
দেশে ব্যাপকভাবে শিল্পায়নের উদ্দেশ্যে টানা কয়েক অর্থবছর ধরে করেপারেট কর হার কমানোর পর এবার আর কমানো হচ্ছে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার আর না কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
তিনি বলেন, “প্রতি বছর দেশের কর-জিডিপি বৃদ্ধির লক্ষ্য আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে সার্বিক বিবেচনায় করপোরেট করহার এর বিদ্যমান কাঠামোটি বহাল রাখার প্রস্তাব করছি।”
বিদ্যমান করেপারেট কর হিসেবে সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ৪৭ শতাংশ করই অপরিবর্তিত থাকছে।
বর্তমনে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন মোবাইল ফোন কোম্পানির সর্বোচ্চ ৪৫ শতাংশ। সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির করপোরেট কর (সারচার্জ ২.৫০ শতাংশ) সহ মোট ৪৭ দশমিক ৫০ শতাংশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ৪০ শতাংশ করপোরেট কর প্রযোজ্য।
মার্চেন্ট ব্যাংক, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর হার সাড়ে ৩৭ শতাংশ, শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪০ শতাংশ।
তালিকাভুক্ত নয়– এমন এক ব্যক্তি কোম্পানির বিদ্যমান করহার ২২.৫ শতাংশ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের জন্য ১৫ শতাংশ করপোরেট কর বিদ্যমান রয়েছে।
বিগত ২০২০-২০২১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত প্রতি বছর করপোরেট করহার কমানো হয়েছিল।
এমএম//
আরও পড়ুন