করাচিতে পুলিশের ইউনিফর্ম পরে লুটপাট চালাল ডাকাতরা
প্রকাশিত : ২০:৩৩, ৩ ডিসেম্বর ২০২৩
পাকিস্তানের করাচিতে পুলিশের ইউনিফর্ম পরিহিত দুর্বৃত্তরা গুলশান-ই-মায়মার এলাকার বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এআরওয়াই শনিবার এই খবর জানিয়েছে।
ভুক্তভোগীর পরিবারের বয়ান অনুযায়ী, সিন্ধু পুলিশ অফিসারের পোশাক পরিহিত ডাকাতরা সাদা কাপড়ের লোকদের নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং স্বর্ণ, গয়না, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ডাকাতরা একটি বাড়ি লুটপাটের পর অন্য একটি বাড়িতে প্রবেশ করে। সেই বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রসহ সিসিটিভি ফুটেজ নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও রেঞ্জার্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
করাচি পুলিশ গত মাসে সুরজানি টাউন থেকে দু'জন অপরাধীকে গ্রেপ্তার করেছিল, যারা মহানগরীতে পুলিশ কর্মকর্তাদের ছদ্মবেশে লোকদের ডাকাতি করেছিল বলে জানা যায়।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মেহরোজ আলীর বয়ান অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা ছয় সদস্যের একটি ডাকাত দলের সদস্য। তারা গভীর রাতে পুলিশের ছদ্মবেশে লোকদের বাড়িতে ডাকাতি করে আসছিলো। খবর এআরওয়াই।
ডাকাতরা আনুমানিক রাত ৪টা বাজে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির লোকজনদেরকে বেধে মূল্যবান জিনিস লুট করে পালিয়ে যায়।
সূত্র: এএনআই
কেআই//
আরও পড়ুন