ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪

করাচির চীনা দূতাবাসের সামনে হামলা, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০১, ২৩ নভেম্বর ২০১৮

পাকিস্তানের করাচিতে চীনা কনসুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য সহ তিন জঙ্গী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ক্লিফটন এলাকার কাছে বন্দুকধারীরা এ হামলা চালায়।

জানা যায়, বোমা বিস্ফোরণের পর আততায়ীরা কনস্যুলেট অফিসে ঢোকার চেষ্টাও করে৷ বিস্ফোরণের খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যায় পুলিশ ও পাক রেঞ্জার্স৷ এলাকাটি ঘিরে ফেলে তারা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

করাচি দক্ষিণের উপ পুলিশ মহাপরিদর্শক জাভেদ আলম ওধো হামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে বন্দুকধারীর সংখ্যা ও তাদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা চারজন ব্যক্তিকে হামলা চালাতে দেখেছেন বলে খবর দিয়েছেন। বালোচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে৷

তথ্যসূত্র : ডন

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি