করাত কল বন্ধে রাজস্ব হারাচ্ছে সরকার (ভিডিও)
প্রকাশিত : ১৯:৩৬, ১১ মার্চ ২০১৮
ঘরের দরজা-জানালা, আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রীর বাজার দখল করে চলছে স্টেইনলেস স্টিল, প্লাস্টিক আর পার্টিকেল বোর্ড।
কাঠের চাহিদা কমে যাওয়ায় বন্ধ হওয়ার উপক্রম মেহেরপুরের করাত কলগুলো। আর্থিক দৈন্যতায় লাইসেন্স নবায়ন করছেন না অনেক কল-মালিক। ফলে রাজস্বও হারাচ্ছে সরকার।
দশ-পনের বছর আগের কথা। বেশ চলতো এই করাতকলগুলো। কিন্তু ধীরে ধীরে স্টিল, পার্টিকেল বোর্ড এবং প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কমে গেছে কাঠের চাহিদা।
এদিকে করাতকলগুলোতে কাজ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মালিক-শ্রমিক ও ব্যবসায়ীরা।
লোকসানে থাকায় লাইসেন্স নবায়ন করতে পারছেনা মালিকরা।
উল্লেখ্য যে, মেহেরপুরে ৫৩টি করাতকলের মধ্যে সদরে ২০টি, গাংনীতে ১৮ ও মুজিবনগরে রয়েছে ১৫টি।
এমএইচ/
আরও পড়ুন