ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

করোনার ভয়ে প্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৬ মার্চ ২০২০ | আপডেট: ১১:৩৪, ১৬ মার্চ ২০২০

রানি দ্বিতীয় এলিজাবেথ- হারপার বাজার

রানি দ্বিতীয় এলিজাবেথ- হারপার বাজার

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে যুক্তরাজ্যের রাজপ্রাসাদ ‘বাকিংহাম প্যালেস’ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিংহাম প্যালেস থেকে ২৫ মাইল দূরে উইন্ডসর ক্যাসেলে স্বামীর সঙ্গে উঠেছেন তিনি। আগামী কয়েকদিনের জন্য এখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। খবর গলফ নিউজ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’র।
 
করোনা ভাইরাসের কারনে গত এক সপ্তাহ ধরেই বাইরের কারও সঙ্গে দেখা করছিলেন না ৯৪ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি যুক্তরাজ্যের চেশায়ার ও ক্যামডেন শহরে পূর্বনির্ধারিত সফরও বাতিল করেন তিনি। এর মধ্যেই তাকে প্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। 

তবে রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ উভয়েই সুস্থ আছেন বলে বাকিংহাম প্যালেস সূত্রে জানা যায়। লন্ডনের এ রাজপ্রাসাদ এলাকায় ঘুরতে যান বিপুল সংখ্যক পর্যটক। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ঐ ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি