ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা জ্বর আর সাধারণ জ্বর বুঝবেন যে উপায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ৬ মার্চ ২০২০ | আপডেট: ১৮:৫৩, ৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা আতঙ্কে মাস্ক পরে বাইরে বেরনোর ধুম লেগে গিয়েছে। চলছে সংক্রমণ-প্রতিরোধী সাবানে (স্যানিটাইজার) হাত ধোয়ার পালা। এই পরিস্থিতিতে আবার ঋতু পরিবর্তনের প্রভাবে জ্বর-সর্দি-কাশি লেগেই আছে ঘরে ঘরে।

কিন্তু সেই সংক্রমণকে অনেকে করোনার সঙ্গে গুলিয়ে বাঁধাচ্ছে বিপত্তি। ছড়িয়েছে আতঙ্ক। তাই করোনা সংক্রমণ আর ঋতু পরিবর্তনের জেরে জ্বর-কাশি, এই দুটোর মধ্যে পার্থক্য করবেন কী করে? 

এ বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অনিল গুরতু এনডিটিভিকে বলেছেন, করোনা আক্রান্ত হলে প্রথম ১০ দিনে ১০৪ ডিগ্রি জ্বর থাকবে। কারণ এই ভাইরাসের প্রকোপ মানব দেহে ১০ দিন জারি থাকে। আর সঙ্গে শুকনো কাশি।

এদিকে গোটা বিশ্বের ৮৪টির মতো দেশে করোনা ছড়িয়ে পড়েছে। নতুন করে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে করোনার প্রকোপ। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১২ এ দাঁড়িয়েছে। মৃতরা সবাই ওয়াশিংটনের। এছাড়া অনেক অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আতঙ্কে রয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। অন্যদিকে ইতালিতে নতুন করে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৮ জনে। যা চীনের পরের অবস্থানে রয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি