ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা তাণ্ডবে বিশ্বে আরও ৯ হাজার প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৯ নভেম্বর ২০২০ | আপডেট: ১৪:২৪, ২৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কোনওভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না বিশ্ব করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি মানুষকে প্রাণহীন করেছে ভাইরাসটি। এতেকরে মৃতের সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে পৌনে ছয় লাখ মানুষের। এ নিয়ে বিশ্বে করোনা রোগীর সংখ্যা সোয়া ৬ কোটি ছাড়িয়েছে আজ। তবে অনেকটা পিছিয়ে সুস্থতার হার। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ১৮২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৮৬২ জনে। নতুন করে ৯ হাজার ২৩১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৫৭ হাজার ৫৩৮ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৯৪ হাজার ৯২৫ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৩৫৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭২ হাজার ২৫৪ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৯৩ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৭৩৩ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬২ লাখ ৯০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৩৭ জনের।

সংক্রমণ বৃদ্ধি পাওয়া ফ্রান্সকে টপকে চারে উঠেছে রাশিয়া।  যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২২ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৯ হাজার ৬৮ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫২ হাজার ১২৭ জনের।

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৪৬ হাজারে দাঁড়িয়েছে।  প্রাণহানি ঘটেছে ৪৪ হাজার ৬৬৮ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৬ লাখ ৫ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৮ হাজার ৩০ জনের। 

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫৪ হাজার ৩৬৩ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী। 

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১০ লাখ ৯০ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ৮৭৩ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- আজ রোববার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৫৮০ জনের।

এআই//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি