করোনা দূর্গতদের পাশে ইয়ামাহা রাইডারস ক্লাব
প্রকাশিত : ১৭:৪২, ৩০ মার্চ ২০২০
ইয়ামাহা রাইডারস্ ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে সংগঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার কমিউনিটি, যারা মোটরসাইকেল চালানোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে। সম্প্রতি করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে যার প্রভাব বাংলাদেশেও বিস্তার লাভ করেছে। সেই সাথে সাথে অর্থনীতিতেও এর বিরুপ প্রভাব পড়েছে।
বর্তমানে সারাদেশব্যাপী চলছে সাধারন সরকারী ছুটির সাথে ঘরে থাকার কর্মসূচী। যার ফলে বিপাকে পড়েছে সমাজের নিম্ন আয়ের মানুষ। তাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস্ ক্লাব।
সম্প্রতি দেশব্যাপী ইয়ামাহা রাইডারস্ ক্লাবের সদস্যরা প্রায় ৮০০ দুর্গত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়াও ২৯ মার্চ-২০২০ রাজধানীর তেজগাঁও এ অবস্থিত এসিআই সেন্টারে ইয়ামাহা রাইডারস্ ক্লাব এবং এসিআই মটরস্ এর সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের কাছে সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণের জন্য নিত্য প্রয়োজনিয় খাদ্যসামগ্রী তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরকে//
আরও পড়ুন