ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

করোনা মোকাবিলায় ২১৮ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৬ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড বা ২১৮ কোটি সহায়তা দিচ্ছে ব্রিটিশ সরকার। এই মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকারের জাতীয় প্রস্তুতি সাড়াদান পরিকল্পনা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অর্থ ব্যয় করা হবে। 

আজ সোমবার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১ মিলিয়ন পাউন্ড থেকে সাত মিলিয়ন (৭৩ কোটি) ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ, হাসপাতালে অক্সিজেন সরবরাহ ইত্যাদিতে ব্যয় করা হবে।

দেশের সিটি করপোরেশন এলাকাগুলোয় বসবাসরত প্রায় ২২ লাখ দরিদ্রের স্বাস্থ্য সেবা ও পরিষ্কার থাকার জন্য বিভিন্ন সামগ্রী দেওয়া হবে ইউএনডিপিকে। এর জন্য ব্যায় করা হবে ৩ মিলিয়ন পাউন্ড তথা ৩১ কোটি টাকা।

এছাড়া, এক মিলিয়ন (১১ কোটি) পাউন্ড খরচ করা হবে ব্র্যাকের মাধ্যমে ৫০ হাজার কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাস সচেতনতায়। আর ১০ মিলিয়ন পাউন্ড বা ১০৫ কোটি টাকা জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় কমিউনিটির মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচিতে ব্যয় করা হবে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি