ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

করোনা রুখবে স্যানিটাইজার, জেনে নিন ব্যবহারের নিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২৪ আগস্ট ২০২০

করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে প্রাণ। এ যুদ্ধ থেকে বাঁচতে মাস্ক, স্যানিটাইজার ও সমাজিক দূরত্ব, তিনটিই মোক্ষম অস্ত্র। করোনা ভাইরাস ছড়ায় ড্রপলেটের মাধ্যমে। সংক্রমিত ব্যক্তির কফ, থুতু, হাঁচি থেকে ছড়িয়ে পড়তে পারে এই মরণ ভাইরাস। সেক্ষেত্রে হাত ধোয়া এবং স্যানিটাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্যানিটাইজার ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে একাধিক বিষয়।

১. প্রথমেই এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে স্যানিটাইজারে ৬০ থেকে ৯৫ শতাংশ অ্যালকোহল রয়েছে।

২. যখনই স্যানিটাইজার ব্যবহার করবেন, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাতে স্যানিটাইজার প্রয়োগ করুন। দুই তালুর মাঝে স্যানিটাইজার লাগানোর সময় অবশ্যই আঙুলের মাঝখানেও স্যানিটাইজার প্রয়োগ করুন।

৩.  অবশ্যই স্যানিটাইজার কেনার সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নেবেন।

৪. যদি হাতে কোনও রায়ায়নিক বা হাত অত্যন্ত নোংরা হয়ে থাকে, তাহলে অবশ্যই স্যানিটাইজার প্রয়োগের আগে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন।

৫. স্যানিটাইজারকে অবশ্যই শিশুদের নাগাল থেকে দূরে রাখুন। কারণ স্যানিটাইজারে ১-প্রোপানল অ্যালকোহল থাকে যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

৬. স্যানিটাইজারে অ্যালকোহল থাকে এবং অ্যালকোহল অত্যন্ত দাহ্য। তাই স্যানিটাইজার প্রয়োগের পরে আগুনের পাশে না যাওয়াই উচিত।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি