করোনাক্রান্ত এমপি বাবুকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে (ভিডিও)
প্রকাশিত : ১৬:১৪, ৭ সেপ্টেম্বর ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবুকে সোমবার জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে খুলনা হতে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে জাতীয় যেকোন সংকট মোকাবেলায় জরুরি সহায়তা প্রদান করে আসছে।
সশস্ত্র বাহিনী বিভাগ করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান-এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে খুলনা হতে ঢাকায় আনা হয়।
এমবি//