ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

করোনামুক্ত হলেন ফেরদৌস ওয়াহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২০

করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। গত ২০ আগস্ট জ্বর ও শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ।

তার সহযোগী মোশাররফ আজমী গণমাধ্যমকে বলেন, ‘করোনামুক্ত হলেও তিনি এখনো শতভাগ সুস্থ নন। গত ১ সেপ্টেম্বর উনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। তবে এখন আগের চেয়ে অনেকটা ভালোর দিকে। 

ফেরদৌস ওয়াহিদ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন। বাংলাদেশের পপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি গানের জগতে অবদান রেখে চলেছেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি