ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন সিএমপির ডিসি মিজানুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১৩ জুলাই ২০২০

করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ কমিশনার মো. মিজানুর রহমান। তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৩ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ কমিশনার মির্জা সায়েম মাহমুদ মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মির্জা সায়েম মাহমুদ বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতরাত ৩টা ৪১ মিনিটে মৃত্যুবরণ করেন। 

মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।  

উল্লেখ্য, মিজানুর রহমান প্রথম পুলিশ সুপার পদের কর্মকর্তা যিনি মাঠপর্যায়ে করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেন। এই নিয়ে চট্টগ্রামে পুলিশের পাঁচ সদস্য মৃত্যুবরণ করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি