ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার কারণে বন্ধ হয়েছে মৈত্রী এক্সপ্রেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৪ মার্চ ২০২০ | আপডেট: ২৩:৩৪, ১৫ মার্চ ২০২০

মৈত্রী এক্সপ্রেস- ফাইল ছবি

মৈত্রী এক্সপ্রেস- ফাইল ছবি

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস (রেল যোগাযোগ) চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার নিজ বাসভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান। 

জানা যায়, শুক্রবার সকালে অল্প সংখ্যক যাত্রী নিয়ে মৈত্রী এক্সপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। তবে আজকে থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা। এর আগেই আকাশ পথেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে। গত বৃহস্পতিবার ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার দেশটিতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারত সরকার দেশটির ভিসা বাতিল করেছে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি