ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনার বেশি ঝুঁকিতে টাক মাথার লোকেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৭ জুন ২০২০

টাক মাথার লোকের করোনা সংক্রমণের আশঙ্কা বেশি। শুধু তাই নয়, এ রোগে তাদের মৃত্যু ঝুঁকিও বেশি। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক কার্লোস ওয়ামবিয়েরের নেতৃত্বে এ সংক্রান্ত একটি গবেষণাটি করা হয়। আর তাতে উঠে এসেছে এমনই তথ্য। 

গবেষকরা বলছেন, করোনা সংক্রমণের পর যাদের স্বাস্থ্যের অবস্থা জটিল হয়ে পড়ে, দেখা গেছে তাদের ক্ষেত্রে টাক মাথার সম্পর্ক বেশ গভীর। পুরুষের শরীরে থাকা অ্যান্ড্রোজেন হরমোনই এর জন্য দায়ী।

মূলত মার্কিন চিকিৎসক ফ্রাংক গ্যাব্রিনের মৃত্যুর পর এ বিষয় নিয়ে গবেষণা শুরু হয়। ওই চিকিৎসকের মাথা টাক ছিল। তাই টাক মাথার লোকদের করোনা ঝুঁকির তীব্রতা বোঝাতে গবেষকরা এর নাম দিয়েছেন 'গ্যাব্রিন সাইন'।

অধ্যাপক কার্লোস ওয়ামবিয়ের বলেন, মাথায় টাক পড়ার বিষয়টি স্বাস্থ্য ঝুঁকির তীব্রতা সম্পর্কে ভবিষ্যদ্বাণী দিচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যের বিষয়ে আমাদের আগে থেকেই সচেতন করছে।

সম্প্রতি স্পেনের তিনটি হাসপাতালের ১২২ জন করোনা রোগীর ওপর গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, ৭৯ শতাংশ রোগীর মাথাতেই টাক ছিল। তবে বেশ কয়েকজন বিজ্ঞানী বলছেন, এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন। এখনই সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।

অপরদিকে যুক্তরাজ্যের এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কর্মক্ষম পুরুষের আক্রান্ত হওয়ার হার নারীদের তুলনায় দ্বিগুণ। সূত্র :ডেইলি মেইল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি