ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত ছিলেন ট্রাম্পের ছেলেও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১৫ অক্টোবর ২০২০ | আপডেট: ১২:০৪, ১৫ অক্টোবর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারনও করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে বর্তমানে করোনা নেগেটিভ ১৪ বছর বয়সী ব্যারন। 

ফার্স্ট লেডি বলেন, ‘ব্যারন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভাগ্যবশত বর্তমাসে সে এখন করোনামুক্ত ও যথেষ্ট শক্তিশালী।  আমি খুশি যে আমরা তিনজনই একই সময়ে আক্রান্ত হয়ে ফিরে এসেছি।’

এ সময় করোনায় আক্রান্ত হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘ওই সময়টাতে আমার শরীর খুব ব্যাথা ছিল। পাশাপাশি কাশি, মাথা ব্যাথা ও শরীর খুব দুর্বল ছিল।’ 

তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভর্তি করা হয়েছিল হাসপাতালেও। বিশ্বজুড়ে যা আলোচনার শীর্ষে উঠেছিল। কেননা, এই করোনা নিয়েই তিনি হাস্যরস করেছিলেন। 

পুনরুদ্ধার হয়ে গত সোমবার প্রথম হোয়াইট হাউজে জনসম্মুখে আসেন তিনি। বর্তমানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি