ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ২৪ আগস্ট ২০২০

ট্রাফিক কনস্টেবল দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী

ট্রাফিক কনস্টেবল দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এক সদস মারা গেছেন। মৃত ট্রাফিক কনস্টেবল দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন। 

গতকাল রোববার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকীর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারাদেশে ৭১ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি