ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮ লাখ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ১৪ হাজার। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৮ লাখ ২০ হাজার ৫১৭ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ১৪ হাজার ৮৪০ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৪৯০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৮৪৩ জনের। করোনার সংক্রমণ দেশটিতে কমে গেলে গত কয়েক মাসে ফের বেড়েছে। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ১০ হাজার ৪৯৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬১ জন। 

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮২৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৫৮৯ জনের। গত ২৮ দিনে আক্রান্তের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৫ হাজার ৭৬৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ১১৯ জন। 

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫ লাখ ২৮ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৫১১ জনের। গত ২৮ দিনে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭০ হাজার ৫০১ জন। আর করোনায় মারা গেছে ২৫ হাজার ৬২৫ জন। 

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৯৭ হাজার ১০৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮০ জনের। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৩৫ জন। আর করোনায় মারা গেছে ১৩ হাজার ৬৭৯ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি