ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৪ আগস্ট ২০২০

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম) মারা গেছেন।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। 

ডা. নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ও ক্যান্সার সৃষ্ট জটিলতায় ভুগছিলেন।

করোনার উপসর্গ নিয়ে এক দিন আগে চমেক হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। 

ডা. নজরুল ইসলাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ২১তম ব্যাচের ছাত্র।

ডা. নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নেমে শোকের ছায়া নেমে এসেছে। 

তারা মানবতার সেবায় উৎসর্গীকৃত এ চিকিৎসকের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা প্রার্থনার পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি