ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনায় আরও দুই চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৭ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে আরও দুই চিকিৎসক মারা গেছেন। বুধবার সকালে মারা যান তারা।

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মো. আশরাফুজ্জামান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক।  

এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদ।

এ দুই চিকিৎসকই করোনায় আক্রান্ত ছিলেন। বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আশরাফুজ্জামানের বয়স হয়েছিল ৬১ বছর। আর ডা. শাহ আবদুল আহাদের বয়স হয়েছিল ৬৭ বছর।

বিএমএর তথ্য অনুযায়ী, দেশ এ পর্যন্ত চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক এক হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি