করোনায় দেশে মোট মৃত্যু ৫৫৫৫
প্রকাশিত : ১৫:৪৫, ১২ অক্টোবর ২০২০ | আপডেট: ১৫:৫২, ১২ অক্টোবর ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৫৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭২ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৮৩ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ৮৪ হাজার ২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ৪ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ২ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ১৭ জন রয়েছেন।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, যা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
এসএ/