ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

করোনায় বাংলা একাডেমির সহকারী পরিচালকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১০ মে ২০২১

মিরসরাইর ইতিহাস সমাজ ও সংস্কৃৃতি গ্রন্থের লেখক, গবেষক এবং বাংলা একাডেমির সহকারী পরিচালক আহমেদ মমতাজ (৬১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আহমেদ মমতাজ উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। তিনি গত ৭ মে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নিজ গ্রাম পশ্চিম অলিনগর এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আহমেদ মমতাজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বধ্যভূমি ও গণহত্যা নিয়ে ১৭টি বই লিখেছেন। তার উল্লেখযোগ্য বই- মিরসরাইর ইতিহাস সমাজ ও সংস্কৃতি, বাংলাদেশ কমনওয়েলথ যুদ্ধসমাধি, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের বীরগাথা, পলাশি থেকে ঢাকা, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, বাহান্নর ভাষাসংগ্রামী, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, চট্টল মনীষা ইত্যাদি। তার সম্পাদনায় ‘চট্টগ্রাম পরিক্রমা’ নামে গবেষণাধর্মী একটি ছোট সাময়িকী প্রকাশিত হতো।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি