ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দেশে করোনাভাইরাসে এক দিনের মৃত্যুর সংখ্যা একক অংকের ঘরে নামার এক দিনের মাথায় তা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০ জন, এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল সাতজন।

মৃত্যু বাড়লেও করোনা শনাক্তের সংখ্যা ও হার কমেছে। গত এক দিনের করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। গতকাল এই সংখ্যাটি ছিল ৬৪৫। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২.৪৫ শতাংশে। এর আগের দিন এই হার ছিল ২.৭৭।

শনিবার (৯ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী আটজন। এ সময় ঢাকায় ৯, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে দুজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি