ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৬ জুন ২০২০

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তৌহিদুল ইসলাম (৪৩) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

তিনি ডিএমপির ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত কনস্টেবল তৌহিদুল ইসলাম গতকালই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি