ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের প্রচার সম্পাদক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ১১:১৬, ১৬ জুলাই ২০২০

ফেরদৌস আরা সুন্না

ফেরদৌস আরা সুন্না

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার (৬৩) মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে জেলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, ‘গত কয়েকদিন আগে সুন্নার শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়। সে সময় তার নমুনা সংগ্রহ করা হয়। গত মঙ্গলবার সুন্নার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধার পর তার তীব্র শ্বাসককষ্ট শুরু হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
 
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জানান, ‘ফেরদৌস ওয়ারা সুন্না জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় নতুন ১৩ জনসহ করোনাক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি