ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চিলাল দাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৩০ মে ২০২০

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চিলাল দাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

তারা জানিয়েছে, জ্বরের সঙ্গে ঠাণ্ডাজনিত সমস্যার কারণে গত ২৪ মে কাঞ্চিলাল দাসকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ২৬ মে তাকে ঢামেকের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

কাঞ্চিলাল দাসের স্ত্রী ড. রীতা সেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, ছেলে অরুণাভ দাস শুভ্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মেয়ে দেবলীনা দাস স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি