ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

করোনায় মারা গেলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:২৬, ৫ এপ্রিল ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্নাইলাহি...রাজিউন)। তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শনিবার (৪ এপ্রিল) ভো‌রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

সিরাজুল ইসলামের জামাতা সুনেল হক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তিনি দীর্ঘদীন থেকে শ্বাষকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বা‌র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপ‌জেলা চে‌য়ারম‌্যান‌ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন। শিক্ষকতা থে‌কে তিনি ভো‌টের রাজনী‌তি‌তে আসেন। মহান মু‌ক্তিযুদ্ধেও ছিলে তার অসামান‌্য অবদান।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি