ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

করোনায় মৃত্যু আরও ৪১, শনাক্তের হার ৭.৬৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৯৭২। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৯। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৮৭১, ১৩২৭, ২৩২৫, ২৫৮৮, ২৪৯৭, ২৬৩৯ ও ২৭১০ জন রোগী শনাক্ত হয়।

এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ৯২ লাখ ৭২ হাজার ১২১ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি