ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৫ আগস্ট ২০২১

দেশে করোনাভাইরাসে মৃত্যু ২৪ হাজার ছাড়িয়েছে। গত ১০ আগস্ট দেশে মৃত্যু ২৩ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ২৩ হাজার ১৬১ জন। মাত্র ৫ দিনে এই সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৮৭ জন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৭৮ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১০১ ও নারী ৮৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে । আজ নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪৩ জন, ৬৫ দশমিক ৯৫ শতাংশ এবং নারী ৮ হাজার ২৩২ জন, ৩৪ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৪ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট ও রংপুর বিভাগে ১৩ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছে। এদের মধ্যে ১৪১ জন সরকারি, ৪২ জন বেসরকারি হাসপাতালে,  ৩ জন বাসায় মারা গেছেন এবং মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।

গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। 

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৬৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ কম। 

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৪৪ জন। ঢাকায় শনাক্তের হার ১৮ দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই জেলায় ১৬ হাজার ২২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৪ জন। যা ১৮ দশমিক ৯৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। গতকাল ৩৩ জন মারা গিয়েছিল। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৪ লাখ ৮ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ৮০৫ জন। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৫৬৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৭৩ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৮ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪০৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩২ হাজার ৮১০ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪০৭ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৩ হাজার ৩৩০ জনের। গতকালের চেয়ে আজ ৩২৯ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি