ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় রায়পুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ১৫ জুলাই ২০২০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান কামাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলেসহ আত্মীয় স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাজাহান কামাল ২৬ দিন ঢাকার ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শাজাহান কামালে মৃত্যুতে উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা চেয়ারম্যান পরিষদের সদস্যবৃন্দ, কেরোয়া মোজাম্মেল হক স্মৃতি সংসদ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি