ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

করোনায় শনাক্তের হার তিন মাসের সর্বোচ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২ জানুয়ারি ২০২২

ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে; এক দিনে সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৫৭ জনের মধ্যে। সর্বশেষ এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল গত ১১ অক্টোবর, সেদিন ৫৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল।

রোববার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হল। রোববার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৪৩ শতাংশ ছিল।

এর আগে সবশেষ দৈনিক শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল ৭ অক্টোবর; সেদিন প্রতি ১০০ পরীক্ষায় ২.৯৭ জন রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫৩ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি