ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনায় সীতাকুন্ডে সাবেক আ.লীগ নেতার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৪ জুন ২০২০

করোনায় চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাহ আলম (৪৬) মারা গেছেন।

শনিবার রাত ১১ টায় চট্টগ্রামের জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সীতাকুন্ড পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার থেকে গায়ে জ্বর ও কাশিতে ভুগছিলেন ইঞ্জিনিয়ার শাহ আলম। এরপর বুধবার তার শ্বাসকষ্ট দেখা দেয়।

সেদিন রাতে তাকে ফৌজদারহাটস্ত বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, সীতাকুন্ডে এখন পর্যন্ত ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৫ জন। করোনা মুক্ত হয়েছেন ৭০ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি