ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় ২ লাখ ২০ হাজার মার্কিনির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে গত একদিনেও প্রায় অর্ধলক্ষ মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ৩শ’র বেশি ভুক্তভোগীর। অপরদিকে সুস্থতা বাড়লেও আক্রান্তের হারে তা অর্ধেকের সামান্য বেশি। যার সংখ্যা ৫১ লাখ ৮৪ হাজারের অধিক। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৭৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮০ লাখ ৩৭ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩১৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২০ হাজার ১১ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন রোগী।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৫৮ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫৯৩ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৯৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৩৬  হাজার। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ৪১৩ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩৯১ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৪২৯ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ২৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ২৪৩ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২৬ হাজারের অধিক। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৫৯ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৮ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৯৩ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি