ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় ২ লাখ ২৪ হাজার মার্কিনির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও অর্ধ লক্ষাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে আরও ৬৩৮ জনের। ফলে এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজারের বেশি মার্কিনি ভাইরাসটিতে প্রাণ হারালেন। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ হাজার ২৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৩ লাখ ৪২ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৩৮ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২৪ হাজার ২৮২ জনে ঠেকেছে। 

অপরদিকে, সুস্থতা লাভ করেছেন আরও ৩৬ হাজার ৭৯১ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৫৪ লাখ ৩২ হাজার ১৯২ জনে পৌঁছেছে। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৭৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৪৩ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজারের অধিক। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৫৫৪ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৫২ হাজার অতিক্রম করেছে। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ৯২২ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ১৯ হাজার ছুঁই ছুঁই।  এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৪৬৬ জন ভুক্তভোগী।  ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৪৩ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪৫২ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৩৯ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৬০৭ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।  যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৮২৪ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২৩ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩৩২ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি